নিম্নলিখিত শর্তাবলী অনুযায়ী সার্চ এভরিথিং তার ব্যবহারকারীদের এর ফিচার্স সমূহের ব্যবহারের অনুমতি দেয়।
শর্তাবলী:
১. জাতিগত আঘাত হানে বা অন্যকে অসম্মান করে বা বিশৃঙ্খলা তৈরী করতে পারে বা রাষ্ট্রের আইন পরিপন্থী হয়, এমন কোন বিষয়বস্তু আপনি জিজ্ঞাসা/মন্তব্য/পোস্ট করতে পারবেন না।
২. অন্যের জিজ্ঞাসা/মন্তব্য/পোস্ট সমূহে আক্রমণাত্মক মন্তব্য বা বাক্য লেখা যাবে না।
৩. নৈতিকতা পরিপন্থী যেকোনো জিজ্ঞাসা/মন্তব্য/পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।
৪. রাষ্ট্রের আইন পরিপন্থী কোনো মন্তব্য করা হলে দেশের প্রচলিত আইনের সম্মুখীন মন্তব্যকারীকেই হতে হবে। সার্চ এভরিথিং এ প্রকাশিত প্রশ্ন, লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও এবং প্রকাশকারী কর্তৃক যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকের।
৫. নিবন্ধনকারীর যোগ্যতা: সার্চ এভরিথিং নিবন্ধন করার জন্য এমন ব্যক্তিদের জন্য গ্রহণযোগ্য যারা বাংলাদেশের ১৮৭২ সালের চুক্তি আইন অনুযায়ী আইনগতভাবে চুক্তি করতে পারে। অন্যথায় নিজ দায়িত্বে নিবন্ধন করা থেকে বিরত থাকতে হবে।
৬. সার্চ এভরিথিং এর ব্যবহারকারীগণ তাঁদের ব্যক্তিগত ডাটা যদি মনে হয় নিজ সুরক্ষার আঘাত হানতে পারে, তাহলে নিজ দায়িত্বে তা প্রদান করা থেকে বিরত থাকতে হবে।
৭. সার্চ এভরিথিং এ তৃতীয় পক্ষের ইউআরএল/এম্বেড/বিজ্ঞাপন সংযুক্ত থাকতে পারে, সে সকল ইউআরএল/এম্বেড/বিজ্ঞাপন অনুসরণ করার পর অনাকাঙ্কিত কোনো পরিস্থিতির জন্য সে সকল সাইট এর দায় সার্চ এভরিথিং বহন করবে না।
৮. নীতিমালা পরিপন্থী কোনো কার্যকলাপ সংগঠিত হলে সার্চ এভরিথিং তার গ্রাহক ডাটা সম্পূর্ণ মুছে পেলার বা অকার্যকর করার অধিকার রাখে।
৯. যে কোনো সময়ে সার্চ এভরিথিং তার ব্যবহারের শর্তাবলী পরিবর্তন পরিবর্ধন অথবা সংরক্ষণের অধিকার রাখে।
সর্বশেষ আপডেট করা হয়েছে: ১৫ এপ্রিল ২০২০