গ্রুপের নিয়ম
🗣️ যে কথা গুলা আপনাকে সারাজীবন সাহায্য করে যাবেঃ
০১. “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
০২ “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
০৩ “নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
০৪ “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
০৫ “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”
০৬ “একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
০৭ “কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
০৮ “সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
০৯ ” পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
১০ “প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”
বিঃদ্রঃ লেখাগুলো সংগ্রহীত। আশাকরি আপনাদের উপরকারে আসবে।
🔍 সব কিছু দেখতে যতটা সহজ মনে হয়, আসলেই কি সহজ??? 💸
🌃 রাত্রে যখন চাঁদের দিকে তাকান, তখন হইত মনে হয়, হাত বাড়ালেই চাঁদ টা ধরা যাবে!! কিন্ত আসলেই কি ধরা যায়? 🙅🏻♂️
নতুনদের জন্যেঃ 👨🏻🏫
যারা মনে করেন”অনলাইন” বিজনেস মানে – কিছু প্রোডাক্ট কিনে এনে পোষ্ট দিব, আর পোষ্ট দিলেই তো সেল হয়ে যাবে!!
🛌🏻 এমনঃ টা মনে করে যারা বিজনেস করতে আসবেন, তারা ভূল করবেন🙄
কারন স্কুল কলেজের মত এখানেও অনেক শিক্ষনিয় বিষয় আছে!! 🤔
আমাদের মাঝে কিছু সমস্যা যার কারনে আমরা থেমে থাকি!!
যেমনঃ- ঐ আপু শাড়ি বিক্রি করতেছে -আমিও ঐটাই করবো🏃♂️।
ঐ ভাইয়া আম বিক্রি করতেছে – আমিও আম বিক্রি করবো🏃♂️।
এই ধরনের কোন চিন্তাভাবনা নিয়ে বিজনেস হয়না!! আপনাকে চিন্তা করতে হবে, আপনি কোন বিষয়ে পারদর্শী!! কোন প্রোডাক্ট টা আপনি ভালো মার্কেটিং করতে পারবেন!!
উদাহরণঃ যে জিনিস আপনার খেতে ভালো লাগেনা, সে জিনিস যদি আপনাকে জোর করে খাওয়াই তাহলে আপনার বমি চলে আসবে 😥
সুতরাং আগে চিন্তাভাবনা করুন, তারপর মাঠে নামুন!!
🚫নোটিশঃ চিন্তাভাবনা করবেন ঠিকি, কিন্তু অতিরিক্ত চিন্তা করবেন না!!
অনেক সময় দেখা যায়ঃ চিন্তা করার এবং প্ল্যানিং করার জন্যে আপনাদের কে সাদা কাগজ দেওয়া হলে – আপনারা এমন চিন্তা+প্ল্যানিং করেন – পুরা সাদা কাগজে কি লিখছেন তা নিজেও বুঝতে পারেন না!!
চিন্তা যেটা করবেন তা সেটা নিয়ে নেমে পরবেন, কারন বেশি চিন্তা করতে গেলে প্যাচ লেগে যাবে!!
(সংগৃহীত)
ধন্যবাদ ভাই